ভিডিও

মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

সুজিত দেব, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: ভারতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বাদ জুমার জাগ্রত তরুণ প্রজন্ম বিশ্বনাথের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রধান গেইট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, উপজেলা হেফাজতের সদস্য সচিব মাওলানা কাজি আব্দুল ওয়াাদুদ, জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উপ-পরিচালক মাওলানা এম. মুখতার হোসাইন, যুবনেতা দেলোয়ার হোসেন সজিব, ছাত্রনেতা মো. ফাহিম আহমদ, বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মুহাদ্দিস মুফতি রেজাউল করিম, সংগঠক মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আশরাফুল হক, মো. ওয়াসিম উদ্দীন, মাওলানা বিলাল আহমদ, মাওলানা জাকওয়ান আহমদ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা ইমামুল ইসলাম, সৌরভ আহমদ লাকি, টিপু আহমদ, নূরুল ইসলাম,আলী হোসেন মোল্লা, সেবুল আহমদ, আলী হোসেন, মাওলানা আফিফ হাসান রাসেল, জাফর আহমদ, ছাব্বীর আহমদ, ইমন আহমদ, আব্দুল আজিজ, প্রমূখ। 
বক্তারা সমাবেশে বলেন, ভারতে মন্দিরের পুরোহিত কর্তৃক মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও বিজেপি সাংসদের ধর্মীয় উস্কানীর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় দূত ডেকে তীব্র নিন্দা ও যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য চাপ প্রয়োগের দাবি জানান।
আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS