ভিডিও

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৩:১৮ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৩:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৪৫ জন।

তাদের মধ্যে মারা গেছে ১০৩ জন। অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৪২.৯৫ শতাংশ ঢাকা মহানগর এবং ৫৭.০৫ শতাংশ ঢাকার বাইরের। মৃত ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশ ঢাকা এবং ৩০ শতাংশ ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৮.৭ শতাংশ নারী এবং ৬১.৩ শতাংশ পুরুষ।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS