ভিডিও

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ১০:২২ রাত
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ১০:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রত্যক্ষ সহযোগিতায় বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

আইওএম এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে ৬ হাজার টাকাসহ কিছু খাদ্যসমগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কর্মকর্তারা এসব বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS