ভিডিও

পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা নেয়ার আহবান সারজিসের

প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট: অক্টোবর ০৬, ২০২৪, ০৭:৫০ বিকাল
আমাদেরকে ফলো করুন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার করে চাকরির পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। চলতি সপ্তাহের মধ্যেই এই সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান। সারজিস আলম পোস্টে বলেন, ‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।’

এদিকে পিএসসি’র অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। পিএসসি’র এমন স্থবিরতায় হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS