ভিডিও

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট: অক্টোবর ০৬, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৬ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমিনুল ইসলাম খানকে বনানী থেকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

২০২৩ সালের ৩১ মার্চ অবসরে যান আমিনুল ইসলাম খান।

আমিনুল ইসলাম খান বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৬ ব্যাচে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি কাজ করেছেন। কাতারে বাংলাদেশ অ্যাম্বাসির প্রথম সচিব ছিলেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS