ভিডিও

গুম-খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব : মহাপরিচালক

প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ১০:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, কাউকে একস্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। গুম-খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে র‌্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গুম, খুন ফৌজদারি অপরাধ। আইনের মধ্যে থেকে র‌্যাব সদস্যরা কাজ করবেন। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়ালে বরদাশত করা হবে না। দেশ আর ‘আয়না ঘর’ বলে কিছু থাকবে না।  
ডিজি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।  

তিনি বলেন, কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। জাতিসংঘের ফ্যাক্ট (fact) ফাইন্ডিং কমিটি যোগাযোগ ও পরিদর্শন করেছে।  তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।  

এছাড়া জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছেন তাদেরকেও মনিটর করা হচ্ছে বলে জানান তিনি।  

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS