ভিডিও

বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে :  মির্জা ফখরুল

প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৪, ০২:৪১ দুপুর
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ০৭:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের ৮ দফার বিষয়ে বিএনপি’র যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও দখলদারিত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতিটি ঘটনারই বিচার হবে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। 

তিনি অভিযোগ করেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল এ সময় বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS