ভিডিও

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০১:২২ দুপুর
আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:২২ বিকাল
আমাদেরকে ফলো করুন

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। একইসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ।সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলা-চীনের সম্পর্কদ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে।চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতো অব্যাহত থাকবে। বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। করোনা মহামারি কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।

অন্তর্র্বতীকালীন সরকার খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS