ভিডিও

সংলাপ: বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ আন্দালিব পার্থর

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৮:২৯ রাত
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ১২:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)


শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সভাপতি আন্দালিব রহমান পার্থ।

 
তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করা জরুরি বলেছি। সেইসঙ্গে গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি।’
 
পার্থ বলেন, ‘সংলাপে বলেছি, নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিৎ নয়, যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত তিন নির্বাচনের ব্যাপারে কোনো স্টেপ নেয়া যায় কি না সেটাও দেখার পরামর্শ দিয়েছি।’
 

ঊর্ধ্বগতির বাজার নিয়ে তিনি বেলন, ‘দ্রব্যমূল্য নাগালের বাইরে। এখানে দৃশ্যমান কাজ করা উচিত বলেছি।’
 
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি দল, বাংলাদেশ লেবার পার্টি।
 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS