ভিডিও

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দিনাত জাহান আদর রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৯:৪৫ রাত
আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ১০:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দিনাত জাহান আদরকে ১ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত এ আদেশ দেন।

এদিন দুপুরে আসামি আদরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাদুর রহমান। এসময় তিনি ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই নির্মম নির্যাতনের বিস্তারিত জানাতে গিয়ে বলেন, কিশোরী কল্পনার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে দিনাত জাহান আদর। সারা দিনে মাত্র একবেলা পচা-বাসি খাবার দিয়েছে।

এমনকি সামান্য বেতনটুকুও পরিশোধ করেনি। গরম পানি দিয়ে কিশোরীর শরীর ঝলসে দিয়েছে'। বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম তারিক স্পর্শকাতর এই মামালায় মাত্র একদিনের রিমান্ড মঞ্জুর করায় হতাশা প্রকাশ করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামীতে রিমান্ড প্রয়োজন হলে আদালত তা বিবেচনা করবেন বলে আশা রাখেন তিনি।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সি গৃহপরিচারিকা কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সাথে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণীকে।

আহত কল্পনার শরীরের বিভিন্ন জায়গা গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং তিনটি দাঁত উফড়ে ফেলা হয়েছে। এছাড়াও চুল স্টেইট করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের নানা অংশ। গুরুতর জখমের শিকার কল্পনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS