ভিডিও

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে গণজমায়েতের শুরু

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০৪:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার বেলা ৩.৩০ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শহীদ মিনারে গণজমায়েত শুরু হয়েছে ।    

প্রসঙ্গত, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টার পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গণজমায়েত।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।

এই বক্তব্যের পরেই ফের বিক্ষুব্ধ হয়ে উঠেন সাধারণ ছাত্র-জনতা। গতকাল সারাদেশে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করা হয়। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS