ভিডিও

হজের নিবন্ধনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ১১:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নির্ধারিত হজের কোটা পূরণ না হওয়ায় চলতি বছরে হজের নিবন্ধনের সময় প্রথম দফায় বাড়ানো হয়েছে। হজে যেতে আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে চলতি বছরের ২৫ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS