ভিডিও

সাবেক মেয়র তাপসকে দুদকে তলব

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় তাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। তলবি নোটিশটি তাপসের বনানীর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের সই করা ওই তলবি নোটিশে বলা হয়, ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।’

২০২০ সালের ১৬ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সম্প্রতি তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

তার বিরুদ্ধে টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দসহ অসংখ্য অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দুই দিন আগে গোপনে দেশ ছাড়েন তিনি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS