ভিডিও

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ: আসিফ নজরুল

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর)‘গণতন্ত্রের যাত্রা: আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ-উর-রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম,  রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ।

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ২০০৮ সালের নিরবাচনেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে।’

তিনি আরও বলেন, ‘অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS