ভিডিও

ঈদ উপলক্ষে দুদিন বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ১১:৫৬ দুপুর
আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ০৯:১২ সকাল
আমাদেরকে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতরের সময় মেট্রোরেল টানা দুদিন বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে। গত ঈদেও বন্ধ ছিল মেট্রো চলাচল।


দিনাজপুরে ঈদুল ফিতরের নামাজ আদায়
তিনি বলেন, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ রমজান থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলছে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে মেট্রো। এ সময়সূচি বুধবার পর্যন্ত বহাল থাকবে বলে আগেই জানিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS