ভিডিও

পায়ে হেঁটে শহিদ আবু সাঈদের বাড়িতে এলেন রাজশাহীর মিজান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত গমনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে এসেছেন রাজশাহী জেলার যুবক মিজান আলী। নানা বাধা পেরিয়ে টানা পাঁচদিনের যাত্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।

গত শুক্রবার সকালে রাজশাহীর কাটাখালি উপজেলার নিজ গ্রাম চক কাপাসিয়া থেকে মিজান আলি রওনা দেন শহিদ আবু সাঈদের বাড়ির উদ্দেশ্যে। ৫ দিনের পথচলায় নাটোর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী হয়ে পৌঁছান শহিদ আবু সাঈদের গ্রামের বাড়ি বানপুরে।

পরে আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এদিকে মিজানের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন আবু সাঈদের পরিবারসহ এলাকাবাসী। আবু সাঈদকে ভালোবেসে পায়ে হেঁটে বাড়িতে আসায় তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS