ভিডিও

দেশত্যাগের সময় বিমানবন্দরে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ০২:০৯ দুপুর
আপডেট: অক্টোবর ০১, ২০২৪, ০২:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: দেশত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৃথক দুইটি মামলার আসামিও তিনি।

তিনি আরও জানান, গতকাল দেশত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশ অবগত করলে মাধবদী থানা পুলিশ দ্রুত বিমানবন্দরে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে প্রান্তকে সোপর্দ করা হয়।

চলতি বছরের ৩০ মে রাত পৌনে ১২টায় মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের জন্য মেহেরপাড়ার বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিতকে দায়ী করে নিহত মাহবুবুল হাসানের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS