ভিডিও

চট্টগ্রাম কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট: অক্টোবর ০১, ২০২৪, ০৮:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী জানান, ‘কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার এ সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।’

এদিকে, চট্টগ্রাম কলেজে ছাত্ররাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের ব্যানারে রবিবার এ কর্মসূচি পালন করেন কলেজের কয়েকশ শিক্ষার্থী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS