ভিডিও

দুই মামলায় আটক নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ০২:১৬ দুপুর
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ০২:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নাশকতা ও বিস্ফোরক আইনে দুইটি মামলায় নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম শাওনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (২ অক্টোবর) নেত্রকোণা মডেল থানায় দায়ের করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে। 

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে তাকে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৭ দিনের পুলিশী হেফাজত (রিমান্ড) চেয়ে সোপর্দ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS