ভিডিও

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: অক্টোবর ০৪, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. মিজান শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার আড়কান্দি ও বহরপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মো.মিজান বহরপুর গোসাইপাড়া এলাকার মো. আব্দুল হাকিম শেখের ছেলে। পেশায় তিনি পান-সিগারেট ও চা দোকানি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান শেখ রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বহরপুর বাজারে দোকানের জন্য পান কিনতে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আশা দ্রুত গতির ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ট্রেনটির চালক হর্ন না বাজানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।


রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, বহরপুর স্টেশনের অদূরে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS