ভিডিও

খুলনায় মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০৯:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

খুলনায় মাদক মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় দেন।

রায়ে একইসঙ্গে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল। আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধু‌রী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানাযায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরের চাঁনমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS