ভিডিও

গাইবান্ধার ফুলছড়িতে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার মনিটরিং করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে কালিরবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা বাজার মনিটরিং করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জগৎবন্ধু মন্ডল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজকে বাজার মনিটরিং করা হচ্ছে। এটি নিয়মিত অব্যাহত থাকবে। আজকে আমরা সরকার নির্ধারিত দরের সাথে দোকানদারদের বিক্রির দর মোটামুটি সামঞ্জস্য পেয়েছি।

বাজার মনিটরিং এর সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS