ভিডিও

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কুমিল্লা শিক্ষা বোর্ডে আন্দোলন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৫:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন করেছেন।

আজ রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। 

পরীক্ষার্থীরা বলছেন, তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তারা এ ফল মানেন না।

ফেল করা এইচএসসি পরীক্ষার্থীরা অভিযোগ করে আরও বলেন, বোর্ড কর্তৃপক্ষ মনগড়া ফল দিয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের ইংরেজি প্রশ্ন সহজ আসার পরও গণহারে ইংরেজিতে ফেল করানো হয়েছে। সিলেট বোর্ডে মাত্র দুই বিষয়ের পরীক্ষায় সবাইকে পাস করানো হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংও সঠিকভাবে করা হয়নি।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজামুল করিম বলেন, ফেল করলে বোর্ড কর্তৃপক্ষের তো কিছু করার নেই। কোনো শিক্ষার্থী একটা বিষয়ে খারাপ করলে সম্পূর্ণ ফল ফেল আসবে – এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা শিক্ষা বোর্ডের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা মন্ত্রণালয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS