ভিডিও

সমুদ্রে ওয়াটার বাইক থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৪:৪১ দুপুর
আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ০৪:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজারে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে ওয়াটার বাইক (জেটস্কি) থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আল মামুন হাওলাদার (৩৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। 

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আল মামুন হাওলাদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার নুরে আলম হাওলাদারের ছেলে। 

সমুদ্রসৈকতের কর্মরত বিচকর্মী বেলাল হোসেন বলেন, ‌‘আজ দুপুর ১২টার দিকে ভাড়ায় চালিত ১০ নম্বর ওয়াটার বাইকে ওঠেন পর্যটক আল মামুন। সমুদ্রে ওয়াটার বাইক চালানোর সময় বাইকটি থেকে তিনি ছিটকে পানিতে পড়ে যান। শারীরিক ওজন বেশি হওয়ায় তিনি পানি থেকে উঠে আসতে পারেননি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন। ওয়াটার বাইকটি ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছে।’


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ‘মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে নিহতের স্বজনরা গেছেন।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS