ভিডিও

খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

খুলনায় মাদক মামলায় নান্টু হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্ত আসামি নান্টু হাওলাদার নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার লালু হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে নান্টু হাওলাদারকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই মো. হোসেন আল মাহাবুব বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই হান্নান শরীফ আসামি ওই বছরের ২১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। এ ঘটনায় আদালতে ৫ জন সাক্ষ্য প্রদান করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS