ভিডিও

শরীয়তপুরে কৃষক হত্যায় গ্রেপ্তার ২

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০১:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

শরীয়তপুরের রাজনগর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধে কৃষক কামাল বেপারীকে কুপিয়ে হত্যা মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বরিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার সাভার অঞ্চল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাারকৃতরা হলেন- নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের নুরু সরদারের ছেলে আমির হোসেন (৪৩) ও আলী হোসেন (৩৫)।

মাদারীপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিহত কামাল বেপারী ও একই গ্রামের আলী হোসেন সরদারের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে কামাল বেপারীর স্ত্রী মাসুদার সঙ্গে সাঁকো পাড়াপাড় নিয়ে তর্কবিতর্ক হয় আলীহোসেন সরদারের ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের। এঘটনার পর কামাল বেপারী আন্দারমানিক বাজার থেকে বাড়ি ফেরার পথে আলী হোসেন সরদারের নেতৃত্বে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মুমূর্ষু অবস্তায় ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নড়িয়া থানায় গতকাল রবিবার একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী। চঞ্চল্যকর এই মামলার দায়েরের ৪৫মিনিটের মধ্যেই অভিযান চালিয়ে ঢাকার সাভার অঞ্চল থেকে ১নং আসামি আলী হোসেন ও ৩নং আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামিদের নড়িয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS