ভিডিও

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পথে আনা ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ১০:২৫ দুপুর
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১০:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে রাজমনি হোটেলের সামনে থেকে কাভার্ডভ্যানসহ ৮০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সুনামগঞ্জ জেলার আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার মো. বাহাদুর (২৯) ও রাজশাহী জেলার মো. সাগর (২৭)।

ব্রাহ্মণাবাড়িয়া জেলা পুলিশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে রাজমনি হোটেলের সামনে থেকে কাভার্ডভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। পরে তাদের জিরার বিষয়ে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে পারেনি। 

এতে আরও বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে জিরা আনা হয়েছে বিধায় তাদের কাছ থেকে ৮০ বস্তা জিরা (প্রতি বস্তায় ৩০ কেজি) ও জিরা বহনকারী কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS