ভিডিও

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ০৭:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

কুষ্টিয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) বি‌কেল ৪টার দি‌কে সদর উপ‌জেলার হাউ‌জিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন, হাউজিংয়ের বি ব্লকের সালাম (৫০), তার স্ত্রী খাতুন (৩৫) ও মেয়ে শাবা খাতুন (১৩)। এতে তাদের ছেলে সিয়াম (১২) আহত হয়েছে। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এ জন্য সালাম বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম এগিযে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সালাম, রুপা ও শাবাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা গেছেন। আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

হাসপাতাল পু‌লিশ ক‌্যা‌ম্পের দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্য সো‌হেল জানান, তিনজ‌নের লাশ হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS