ভিডিও

বিমানবন্দরে যাত্রীদের মালামাল ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ০৪:২১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. নূর আলম (২৮), মো. রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১) ও অন্তর মিয়া (২১)।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে তিন ছিনতাইকারী বিমানবন্দর গোলচত্বর এলাকায় আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর ছিনতাইকারীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS