ভিডিও

খিলগাঁওয়ে পূর্ব বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ১২:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে মো. নাজমুল মোল্লা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২৭ অক্টোবর) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুল গোপালগঞ্জ সদরের তেঘড়ীয়া গ্রামের আব্দুস কুদ্দুস মোল্লার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন। 

নিহতের ভাগিনা আশরাফুল জানান, গত ৩-৪দিন আগে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়। এই নিয়ে প্রতিবেশীরা আমার মামাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে মালিবাগ এলাকার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মামা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS