বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টুর ৬০তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপশহরে তার বাসভবনে বগুড়া লেখক চক্র আয়োজন করে কবির একক কবিতা সন্ধ্যা ও আলোচনা সভার।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এড. পলাশ খন্দকার, প্রাবন্ধিক খৈয়াম কাদের ও দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা।
সিকতা কাজলের সঞ্চালনায় কবি মাহমুদ হোসেন পিন্টু’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সহ-সাধারণ সম্পাদক এম রহমান সাগর, মাহাবুব টুটুল, শাহানূর শাহিন, মির্জা আহসানুল হক দুলাল, গোলাম রাব্বী, মাসুদ তালুকদার, মুনসুর রহমান তানসেন, রবিউল করিম হৃদয়, সাখাওয়াত হোসেন জনি, হিরণ্য হারুন, অনন্য রাসেল ও শাকিবুল শাকিল। আলোচনার পর কবি একক কন্ঠে পাঁচটি কবিতা পাঠ করেন। শেষে প্রধান অতিথিকে নিয়ে কবি তার ৬০তম জন্মদিনের কেক কাটেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।