মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই ডাকাত হলো-জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়ার হবিবুর রহমান হবুর দুই ছেলে ইয়াকুব আলী (২২) ও আলমগীর হোসেন (২৫)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে খাপানির বিল এলাকায় মহাসড়কে একটি অটোরিকশায় কয়েকজন নারী যাচ্ছিলেন। এসময় অটো থামিয়ে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। তাৎক্ষণিক ওই নারীদের চিৎকারে পাশের নরশিয়া ও বড় জামবাড়িয়া এলাকার লোকজন ছুটে আসেন। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করে। ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পানিতে লুকিয়ে যায়। এক পর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের আড়ালের চেষ্টা করে। পরে স্থানীয় জনগণ ছোটজামবাড়িয়া কামারপাড়া এলাকায় তাদের খোঁজাখুঁজি করে গাছে দেখতে পেয়ে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এসময় আরও কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত।
ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।