ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট শহর থেকে মাইক্রোবাসে নরসিংদী বাবুর হাট মোকামে যাবার পথে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ডাকাতের কবলে পাঁচ ব্যবসায়ী খোয়ালেন ৭ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের পর ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যার পর ধুনট শহরের দি গ্রেড শপিং সেন্টারের পাঁচ ব্যবসায়ী কাপড় কেনার জন্য মাইক্রোবাসে নরসিংদী বাবুর হাট পাইকারি মোকামে যাওয়ার উদ্যেশ্যে রওনা হন। তাদের মাইক্রোবাস রাত সোয়া ৪টায় ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তল্লাশির নামে ব্যবসায়ীদের মাইক্রোবাসের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এসময় ব্যবসায়ীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। কিন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে দুর্বৃত্তরা পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা লুটে নিয়ে সটকে পড়ে। এরমধ্যে কেয়া ক্লোথ স্টোরের শরিফুল ইসলামের কাছ থেকে দুই লাখ, শাওনা বস্ত্র বিতানের সাইফুল ইসলাম টপির কাছে থেকে দেড় লাখ, সরকার বস্ত্রালয়ের গোলাম রব্বানীর কাছ থেকে এক লাখ, সুমাইয়া ফ্যাশান হাউজের রফিকুল ইসলামের কাছ থেকে এক লাখ ও ভাই ভাই বস্ত্র বিতানের মহিদুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকা। বিষয়টি ধুনট থানা পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দৈনিক করতোয়াকে বলেন, ব্যবসায়ীর কাছ থেকে ঘটনার বিষয়টি শুনে সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।