ভিডিও

জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি মাছভর্তি পিকআপ ভ্যান লুট

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় গাছ দিয়ে ব্যারিকেড দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা বাসের যাত্রী, চালক ও হেলপারকে মারপিট করে মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। এসময় চালক ও হেলপারকে বেঁধে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যানও নিয়ে গেছে ডাকাতরা। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় পাঁচটি যানবাহনে এভাবেই ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় সড়কের গাছ কেটে ব্যারিকেড দেয় ডাকাত দল। এসময় ঢাকা থেকে জয়পুরহাট ফেরার পথে শাহ ফতেহ আলী ও যমুনা লাইন নামে দুটি যাত্রীবাহী বাস ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা যমুনা লাইনের যাত্রীদের সর্বস্ব লুট করে। তবে দরজা-জানালা বন্ধ করে রাখায় চালক ও হেলপারকে মারপিট করে শাহ ফতেহ আলী বাসে ব্যাপক ভাঙচুর চালিয়ে বাসের চালক ও যাত্রীদের মোবাইল ফোন এবং টাকাসহ মালপত্র কেড়ে নেয়। একই সাথে বগুড়াগামী দুটি ট্রাকের চালকের কাছ থেকেও ডাকাতরা টাকা কেড়ে নেয়। ওই সময় কালাইয়ের এক মাছ ব্যবসায়ীর  ১৮ মণ মাছসহ পিকআপ নিয়ে যায় ডাকাতরা।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী গোলাম রব্বানী বলেন, ‘১৮ মণ পাবদা মাছ নিয়ে নিজেই পিকআপ ভ্যান চালিয়ে বিক্রির জন্য সিরাজগঞ্জ মাছের বাজারে যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছার পর তিনি ডাকাতদের কবলে পড়েন। এসময় তাদের সামনে আরও দুটি ট্রাক থামিয়ে রাখে। পিকআপ ভ্যানটি ট্রাকের পিছনে দাঁড়ানো মাত্র ডাকাতদল অস্ত্রের মুখে তাদের নামিয়ে অন্য ট্রাকের কেবিনে বেঁধে রাখে।’ 
শাহ ফতেহ আলী বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক আব্দুল আজিজ বলেন, ‘তাদের গাড়ি ভাঙচুর করে যাত্রী ও চালকের মোবাইল ফোন লুট করেছে ডাকাত দল।

ডাকাতির ঘটনাস্থলের পাশেই স্থাপিত বাংলা লিংক টাওয়ারের নৈশ্যপ্রহরী মোজাফফর হোসেন বলেন, ‘আগে পুলিশ টাওয়ারের সামনে এসে বসে থাকতো, এখন আর থাকে না। গত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ একবার টহল দিয়ে গেছে। এরপর আমি ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের সময় ওঠে দেখি সড়কে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন দৈনিক করতোয়াকে বলেন, ‘ডাকাতির ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS