সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারী ও বেড় জালের পাশাপাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে ৪/৫শ’ মৎস্যজীবী রয়েছে। ওই সব মৎস্যজীবীরা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী বেড় ও খড়া জাল দিয়ে মাছ শিকার করার পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে রুই এবং কাতলাসহ বিভিন্ন প্রকার মাছ শিকার করছে।
বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা বাদশা শেখ জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী প্রথমে বিলের নির্দিষ্ট একটি জায়গার চারপাশ বেড় জাল দিয়ে ঘেরাও করে। এরপর তারা ঘেরাওকৃত জায়গার মাঝে ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছেড়ে দেয়। এতে ওই জায়গার মাঝে থাকা রুই, কাতলা এবং বানসহ অন্যান্য মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ভেসে উঠে। এসময় তারা সহজে ওই মাছ শিকার করে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর কাজমীর জামান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে বিলে অভিযান চালিয়ে ওই সকল মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।