ভিডিও

বগুড়ার গাবতলীতে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৩৫ রাত
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৩৫ রাত
আমাদেরকে ফলো করুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে রিয়াদ আল-সালেহীন মসজিদের রাস্তা নির্মাণে বাধা, চাঁদা দাবি ও তকির বকুলতলা নার্সারি জবর দখলের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় গ্রামবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তাগণ বলেন, এই রাস্তা নির্মাণকালে প্রতিপক্ষরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সাবেক ইউপি সদস্য আব্দুল মোমিনসহ দুই মহিলাকে মারপিট করে আহত করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, শওকত, আজাদুর রহমান, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম, মরিয়ম বেগম, মেনেরা বেগম, জাহানারা বেগম, কল্পনা বেগম, শিরিন বেগম প্রমুখ। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS