ভিডিও

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৪০ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শ্রমিক মারধরের জেরে টানা ৩দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল পুনরায় শুরু  হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় লোকাল বাস সার্ভিস। তবে চাঁপাইনবাবগঞ্জের বাস মালিকদের কাছে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের কিছু চাওয়া পাওয়া নিয়ে চালু হয়নি বিরতিহীন মহানন্দা ও গেটলক বাস সার্ভিস। শ্রমিক নেতৃবৃন্দ বলছেন,মালিকদের সাথে শ্রমিকদের আলোচনা চলছে। কিছু সমস্যা সমাধান হলেই অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সব ধরণের বাস চলাচল শুরু হবে।

রাজশাহী রুটে লোকাল বাসের টিকিট বিক্রয় ও সিরিয়াল মেইনটেইনকারী চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সদস্য ইয়াদুল হোসেন  বৃহস্পতিবার বিকেলে বলেন, এখন যে সমস্ত বাস চলছে সেগুলো রাজশাহীর মালিকদের। চাঁপাইনবাবগঞ্জের মালিকদের বাস চলাচল এখনও শুরু হয়নি। রাজশাহীর বাসগুলো পরিচালনায় সাহায্য করছেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। রাজশাহী শ্রমিক ইউনিয়ন সদস্য মিঠুন আলী বলেন, রাজশাহীর স্টাফরা বাস নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসা শুরু করেছেন। কোনও সমস্যা নেই।

শ্রমিক সূত্র জানায়, গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জে  রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর শ্রমিকদের  চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের মারধরের জেরে শুরু হয় সংকট। এরপর দুই জেলার শ্রমিকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উভয়পক্ষে মারধরের অভিযোগ ওঠে। ফলে গত সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচলও আংশিক বন্ধ হয়। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS