চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫) খান বাড়ির শরীফ খানের ছেলে। তারা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানায়, আজ সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়। ওই সময় তাদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোজাম্মেল বলেন, ‘জমজ দুই শিশু হাসপাতলে আনার অনেক আগেই মারা গেছে।’
ইউপি সদস্য মো. কাউসার বলেন, ‘জমজ দুই শিশুর মৃত্যু বিষয়টি খুবই মর্মান্তিক। দুই শিশুই স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত। বিদ্যালয় থেকে এসে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।