ভিডিও

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২২০ হেক্টর জমিতে কলার চাষ

প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট: নভেম্বর ০১, ২০২৪, ০৯:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের অববাহিকায় বিস্তীর্ণ চরাঞ্চলে কলার চাষ করেছেন কৃষক। এতে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন তারা। উপজেলার পুর্বাংশে নদ-নদীর ভাঙা গড়ার খেলায় সৃষ্ট চরাঞ্চলের পরিধি অনেকটা দীর্ঘ।

আগে বছরের বেশিরভাগ সময় পরিত্যক্ত পড়ে থাকলেও এখন সেখানে পরীক্ষামূলক চাষাবাদ হচ্ছে। ফলাফল আশানুরুপ হওয়ায় ধান, পাট, ধইঞ্চা, খেসারি, মসুর, ঠাকুর ডালের পাশাপাশি বেড়েছে কলার চাষ।

উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, এবারে ব্রহ্মপুত্র, দুধকুমার নদের অববাহিকায় চরাঞ্চলের কচাকাটা ইউনিয়নের নামারচর, নারায়ণপুরের চৌদ্দঘুরি, বেরুবড়ীর চর টুপামারী, বল্লভেরখাষের চর বলরামপুর, বামনডাঙ্গার কুটি বামনডাঙ্গা, রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রামে সর্বমোট ২২০ হেক্টর জমিতে কলার চাষ করেছেন কৃষক। এসব মেহের সাগর ও চিনিচাম্পা জাতের কলা।

বাজারেও চাহিদা থাকায় উৎসাহিত হয়ে অনেকেই বাড়ির পাশে পতিত জমিতে কলার চাষ করেছেন। নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুরির কলাচাষি মোন্নাফ আলী জানান, তিনি এবার ১ একর জমিতে কলার চাষ করেছেন। এতে খরচ ও পরিশ্রম অনেক কম।

মাঝে মাঝে কৃষি অফিসের পরামর্শ নিয়ে নিয়মিত করেছেন পরিচর্যা। অনুকূল আবহাওয়া ও পরিচর্যায় ক্ষেতের পরিস্থিতি বেশ ভাল। আশা করছেন মৌসুম শেষে খরচ বাদে তার বেশ মুনাফা হবে। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, খরচ ও পরিশ্রম কমের পাশাপাশি বাজারে চাহিদা বেশি হওয়ায় কলাচাষে বেশি লাভবান হচ্ছেন কৃষক।

ফলে দিন দিন কলাচাষে আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে নদ-নদী অববাহিকায় বিস্তৃর্ণ চরাঞ্চল কলা চাষের আওতায় এসেছে। চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS