ভিডিও

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ৯৫ টাকা নির্ধারণ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট: মার্চ ২০, ২০২৪, ১০:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে এই বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯৫ টাকা। এছাড়া সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৪০ টাকা। সর্বস্তরের ওলামায়ে কেরামের এক বৈঠকের পর এই ফিতরা নির্ধারণ করা হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজশাহীর ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহঃ) মাদ্রাসার অফিস কক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে রাজশাহীর দ্রব্যমূল্যের হালনাগাদ বাজার দর পর্যালোচনা করে রাজশাহী অঞ্চলের জন্য ফিতরা নির্ধারণ করা হয় জনপ্রতি সর্বনিম্ন ৯৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা।

রাজশাহী জেলা ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল গনী, ড. মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতী আজমল হোসাইন, মাওলানা মিনহাজ উদ্দীন, মুফতী জাকারিয়া হাবীবী, মাওলানা আবদুস সামাদ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS