ভিডিও

ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ১১:২৪ রাত
আপডেট: এপ্রিল ০৯, ২০২৪, ১১:৪৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এখানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ মুসল্লিরা নামাজ আদায় করবেন।

কালেক্টরেট ইদগাহে ইদুল ফিতরের নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ইদুল ফিতরের প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতের সময়ের সাথে সঙ্গতি রেখে জেলার অন্যান্য ইদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল সাড়ে ৭টা, মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগাহে সকাল ৯ টায়, কেন্দ্রীয় বাসটার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ ও মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় আহলে হাদিসের জামাত শালবন মাঠে অনুষ্ঠিত হবে। সাতমাথা ঈদগাগ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাঁতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগাহে সকাল ৯ টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS