ভিডিও

নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: জুলাই ০৭, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট: জুলাই ০৭, ২০২৪, ০৪:০২ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তে গুলিতে নিহত মো. রাজুর (১৯) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে যুবকের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

গত শুক্রবার ভোরের দিকে রাজুসহ কয়েকজন উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতে যায়। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে  রাজু মারা যান। এর আগে, সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় গতকাল শনিবার বিকেলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজুর মরদেহ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবি’র কাছে হস্তান্তর করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS