ভিডিও

মাদারীপুরে নলকূপ খননে বের হয়ে এল গ্যাস, জ্বলছে আগুন

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট: জুলাই ১৩, ২০২৪, ০৯:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

মাদারীপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাস বেরিয়ে এসেছে। জ্বলছে আগুন। অনেকেই দেখার জন্য ভিড় করছে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর মহিষেরচর এলাকায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বাবলু সরকারি বরাদ্দকৃত গভীর নলকূপ বসানোর ৩০০ ফুট খনন কর হয়। পরে পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসে। এ সময় পাইপের মাথায় গ্যাসই লাইট দিয়ে আগুন দিলে জ্বলতে শুরু করে। পরের দিন বালু দিয়ে ভরাট করার চেষ্টা করলেও আগুন জ্বলতে থাকে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মোবাইল ফোনে জানান, আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখবো।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS