ভিডিও

বিদেশে যেতে না পারায়

বগুড়ার দুপচাঁচিয়ায় এক হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সদরের কনকাই গ্রামে গত রোববার জিসান (২০) নামের এক যুবক বিদেশে যেতে না পারায় হতাশা থেকে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, উপজেলা সদরের কনকাই গ্রামের উজ্জল হোসেনের ছেলে জিসান বিদেশে যাওয়ার জন্য এক ব্যক্তিকে টাকা প্রদান করে।

দীর্ঘদিনেও বিদেশে যেতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে ঘটনার দিন গত রোববার দুপুরে সবার অগোচরে নিজ বাড়িতেই বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় মারা যায়। আজ সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় ভাটাহর কনকাই ঈদগাহে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS