ভিডিও

বাথুলি বাসী’র জন্য মৌসুমীর অন্যরকম উচ্ছ্বাস...

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ০৮:০০ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন: বাংলাদেশের সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী বেশকিছুদিন ধরেই সুদূর আমেরিকা’তে আছেন। সেখান থেকেই তিনি মানিকগঞ্জের ধামরাইয়ের বাথুলি বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েকদিন আগেই বাথুলি’তে চিত্রনায়ক ওমর সানীর হাত ধরেই ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি বাংলা হোটেল হাইওয়ে রেস্টুরেন্ট’র যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতেই বাথুলি বাসীর কাছ থেকে ভীষণ সাড়া মিলে। যে কারণে বাথুলি বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে মৌসুমী ‘ওমর সানী ভ্লগস’-এ একটি ভিডিও পোস্ট করেন।

মৌসুমী বলেন,‘ প্রিয় বাথুলি বাসী, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স দেখে আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই বিশেষত চাপওয়ালাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। বিশেষত আমার খুব ভালো লেগেছে এবং আমাদের উৎসাহ অনেকগুন বেড়ে গেছে। আমাদের প্রত্যাশা, আপনারা সময় পেলে অবশ্যই চাপওয়ালাতে আসবেন। আর আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, সেজন্য আপনাদের কাছে পরামর্শও চাই। সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ভালো মন্দ সবই আমাদের বলবেন, কোনটা ভালো লাগছে, কোনটা লাগছেনা। তাতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, সুন্দর ও সচল থাকবে। সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই দেশে আসলে দেখা হবে সবার সঙ্গে ইনশাআল্লাহ। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।’

মৌসুমী আমেরিকাতেও বিভিন্ন শো’তে অংশগ্রহন করছেন। সেখানেও বিভিন্ন সংগঠন কর্তৃক তার অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সম্মাননাতেও ভূষিত হচ্ছেন। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে জাহিদ হোসেনের ‘সোনার চর’। এতে তার বিপরীতে ছিলেন ওমর সানী।

১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় মৌসুমী অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দোলা’,‘ আত্ন অহংকার’,‘ স্নেহ’,‘ দেনমোহর’,‘ অন্তরে অন্তরে’,‘ মাতৃত্ব’,‘ দেবদাস’,‘ বিশ্বপ্রেমিক’,‘ সুখের ঘরে দুখের আগুন’,‘ গরীবের রানী’,‘ প্রিন্সেস ডায়না’,‘ আম্মাজান’,‘ লুটতরাজ’,‘ বউয়ের সম্মান’,‘ মেঘলা আকাশ’,‘ ইতিহাস’,‘ লাল দরিয়া’, ‘তারকাঁটা’,  ‘খায়রুন সুন্দরী’,‘ মোল্লাবাড়ির বউ’,‘ দুই বধূ এক স্বামী’ ইত্যাদি। তার পরিচালিত সিনেমা দু’টি। একটি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অন্যটি ‘মেহেরনিগার’। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS