ভিডিও

ইসরায়েলে রকেট হামলায় নিহত ২

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েলের মাজদ আল-ক্রুমে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর আরবের এই শহরের একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। এতে গুরুতর আহত হয়ে আরজওয়ান মানা (১৯) এবং হাসান সুয়াদ (২১) নামের দুই ব্যক্তি নিহত হয়। মনা একটি দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত এবং সুয়াদ সেখানে পণ্য কিনতে গিয়েছিল।হিজবুল্লাহ জানিয়েছে, পার্শ্ববর্তী শহর কারমিয়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, এই আক্রমণে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া শুক্রবার উত্তর ইসরায়েলে মোট ৬৫টি রকেট ছোড়া হয়েছিল। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, এ ঘটনায় সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

এর আগে শুক্রবার, লেবাননের সীমান্তের দক্ষিণে পশ্চিম গ্যালিলের শোমেরা এলাকায় রকেটের আঘাতে অন্তত ছয় ইসরায়েলি সেনা আহত হয়। আহতরা বর্তমানে ভালো আছে। এছাড়া আইডিএফের তথ্যমতে, হাইফা এলাকায় লেবানন থেকে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। সামরিক বাহিনী জানিয়েছে, এগুলোর মধ্যে কিছু রকেট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো সম্ভব হয়েছে। অন্যগুলো খোলা জায়গায় আঘাত করেছে। তবে ঠিক কতটি রকেট আঘাত হেনেছে এবং কতটি তারা ঠেকাতে পেরেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS