ভিডিও

চেচনিয়ায় ঝটিকা সফরে পুতিন

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: আগস্ট ২১, ২০২৪, ০৪:১২ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে দেশটির সেনা ও স্বেচ্ছাসেবকদের যুদ্ধপ্রস্ততি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছরে প্রথমবার দেশটিতে সফর করেন তিনি। খবর : রয়টার্স 

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রাপ্ত একটি প্রতিলিপি অনুযায়ী, রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, ‘যতদিন তোমাদের মত মানুষ আছে, ততদিন আমরা অবশ্যই অপ্রতিরোধ্য। এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়। কিন্তু তোমাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে। আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস।’

চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ মঙ্গলবার এক পৃথক বৈঠকে পুতিনকে বলেছেন, যুদ্ধের শুরু থেকে ১৯ হাজার স্বেচ্ছাসেবকসহ ৪৭ হাজারের বেশি সেনা চেচনিয়া থেকে প্রেরণ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা কাদিরভ নিজেকে পুতিনের ‘বিশ্বস্ত সেনা’ দাবি করে থাকেন। কাদিরভের এই দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, ‘এরকম আরও বিশ্বস্ত সেনা থাকলে আমি খুশি হতাম। তবে একজনও কম মূল্যবান নয়।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS