ভিডিও

এই ১০ লক্ষণ বলে দেবে আপনার বাড়িতে ভূত আছে কিনা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

লাইফস্টাইল ডেস্ক : ভূত, অশরীরী, প্রেত। এই সব শব্দের সঙ্গে কমবেশি সকলেই আমরা পরিচিত। কেউ ভূতে বিশ্বাস করে, কেউ আবার খুব জোরের সঙ্গে বলে ভূত বলে কিছু নেই। ভূতে ধরা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মত প্রচলিত আছে। জ্যোতিষ মতে কাদের ভূতে ধরে? 


বাড়িতে অশরীরীর উপস্থিতি কী ভাবে হয় এর সুনির্দিষ্ট কোনও কারণ নেই। সবচেয়ে প্রচলিত কয়েকটি কারণ হল, কোনও বাড়িতে কেউ যদি আত্মহত্যা করে, বা কোনও ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটে থাকে, বা কোনও গুমখুন হয়ে থাকে, যা বহু বছর পর জানা যায়, যৌন নির্যাতনের কারণে যদি খুন হয়ে থাকে বা এই রকম ঘটনা যদি কোনও বাড়িতে পরপর একটা নির্দিষ্ট অবকাশে প্রায়ই ঘটতে থাকে। 

বাড়িতে যদি ভূত থাকে কী ভাবে বুঝবেন

(১) যে বাড়িতে ভূত আছে, সেখানে অনেক সময় দেখা যায়,বন্ধ ইলেক্ট্রিক সুইচ হঠাত্ করে জ্বলে উঠল। বাল্‌ব হঠাত্ করে জ্বলে উঠল।


(২) এই ধরনের বাড়ির কোনও ঘর বা চিলেকোঠা থেকে নানা ধরনের আওয়াজ, শব্দ, যেমন, ধস্তাধস্তির আওয়াজ, কাচের বাসনপত্র মেঝেতে পড়ে ভেঙে গেলে যেমন শব্দের সৃষ্টি হয় তেমন শব্দ, দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারও হেঁটে যাওয়ার আওয়াজ, হাসির আওয়াজ— এই রকম নানা রকম শব্দ শোনা যায়। অথচ যেখান থেকে শব্দ আসছিল সেখানে পৌঁছনোর পর সে রকম কিছুরই হদিস পাওয়া যায় না।

(৩) আবার এও দেখা যায়, বাড়িতে কেউ নেই অথচ ইলেকট্রিক লাইটগুলি জ্বলছে আর নিভছে।

(৪) হঠাৎ মনে হল, কোনও একটা ছায়া ঘরের এক দিক থেকে অন্য দিকে চলে গেল। পিছু নিয়ে দেখা গেল, কোথাও কিছু নেই।

(৫) যে বাড়িতে ভূত আছে সেখানে দেখা যায়— অচেনা, অপরিচিত অনেক জিনিসপত্র কে যেন ফেলে গিয়েছে। বন্ধ ঘর খোলার পর দেখা গেল জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে আছে।


(৬) এই ধরনের বাড়িগুলোতে মিটমিট করে জ্বলা আলোতে একটা কুয়াশা মতো কিছু একটা আস্তে আস্তে সরে যেতে দেখা যায়।

(৭) বাড়ির কোনও একটা ঘরে বা স্থানে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হয়।

(৮) বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বেড়াল থাকলে হঠাৎ করে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে। গভীর রাত্রে বা দুপুরে কোনও কারণ ছাড়া কুকুর বা বেড়াল ডাকতেই থাকে।

(৯) বাড়ির দেওয়ালে নানা ভাবে বিশ্রী রকম আঁচরের দাগ, বা কাঠের আলমারি বা কাঠের কোনও আসবার পত্রে খোদাই করা কোনও বিকৃত ছবি।

(১০) এই সব বাড়িতে অনেক সময় দেখা যায়— পোষা কুকুর, বেড়াল বা টিয়া পাখিকে রাত্রিবেলা ঘেরা জায়গায় কেউ বা কারা মেরে ফেলেছে।

উপরের দশটি লক্ষণ ছাড়া আরও অনেক লক্ষণ আছে ভূত আছে কিনা বোঝার জন্য। যাঁরা ভূত ধরায় অভিজ্ঞ, তাঁরা সহজেই এগুলি বুঝতে পারেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS