ভিডিও

কানপুর টেস্ট

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব 

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:২৯ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০১:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টকে পিছু ছাড়ছে না বৃষ্টি। টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। বৃষ্টির পূর্বাভাস ছিল।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।আজ শনিবার টেস্টের দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি।

বৃষ্টির শঙ্কা ছিল, পূর্বাভাসও ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, শনিবার কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৮০ ভাগ।আজ সকাল থেকেই কানপুরের আকাশে রোদের দেখা নেই। সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা।বাংলাদেশ সময় শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। প্রথম দিনের ঘাটতি পোষাতে আজ আগেভাগে খেলা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS