ভিডিও

বাংলাদেশকে পাহাড়সম রানের লক্ষ্য দিল ভারত

প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৪, ০৯:২৬ রাত
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ১১:২৯ রাত
আমাদেরকে ফলো করুন

পাওয়ার প্লেতে ভারতকে ভালোই আটকে রেখেছিল বাংলাদেশ, নিয়েছিল তিন উইকেট। কিন্তু নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের ঝড় এলোমেলো করে দেয় সব।

এর মধ্যে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে অবশ্য ভারতের রান দুইশ ছাড়িয়ে খুব বেশি দূরে যায়নি। আজ বুধবার দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার করা ২২৪ রান সর্বোচ্চ। ইনিংসের শুরুতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৫ রান দিলেও দ্বিতীয় ওভারেই উইকেট এনে দেন তাসকিন আহমেদ।

দুর্দান্ত একটি ওভারের শেষ বলে গিয়ে সাফল্য পান তিনি। তার বল তুলে মারতে গিয়ে মিড অফে দাঁড়ানো শান্তর হাতে ক্যাচ দেন সাঞ্জু স্যামসন। ৭ বলে ১০ রান করেছিলেন তিনি। পরের ওভারের শেষ বলেও উইকেট পায় বাংলাদেশ। এবার শেষ বলে অভিষেক শর্মাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ১১ বলে ১৫ রান করেছিলেন তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারে গিয়েও উইকেটের দেখা পায় বাংলাদেশ। এবার মোস্তাফিজুর রহমানের বলে মিড অফে দাঁড়ানো শান্তকে ক্যাচ দেন ১০ বলে ৮ রান করা এই ব্যাটার সূর্যকুমার যাদব। পাওয়ার প্লের ছয় ওভারে ৪৫ রান তোলে ভারত। কিন্তু এরপরও ভারতকে আটকাতে পারেনি বাংলাদেশ। রিংকু সিং ও নিতিশ রেড্ডির ঝড়ে দিশেহারা হয়ে পড়েন বোলাররা। রিশাদ হোসেনের করা ১০ম ওভারে ২৪ রান নেন তারা, ১৩তম ওভারে মিরাজ দেন ২৬ রান।

এরপরই অবশ্য উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৩৪ বলে ৭৪ রানের ঝড় তোলা নিতিশকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। ৫ রানে লিটনের হাতে জীবন পাওয়া এই ব্যাটার চারটি চার ও সাতটি ছক্কা হাঁকান। ভাঙে রিংকুর সঙ্গে ৪৯ বলে তার ১০৮ রানের জুটি। এরপরও অবশ্য ভারতের ঝড় থামেনি।

এর মধ্যেও ব্যতিক্রম ছিলেন কেবল তাসকিন। নিজের কোটার শেষ ওভারেও উইকেটের দেখা পান এই ডানহাতি পেসার। ইনিংসের ১৭তম ওভারে দেন স্রেফ ৩ রান। ২৯ বলে ৫৩ রান করা রিংকু সিংকে আউট করেন তাসকিন। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।

শেষ ওভার করতে এসে তিনটি উইকেট তুলে নেন রিশাদ হোসেন, দেন ৮ রান। এতেই অবশ্য বাংলাদেশের বিপক্ষে রেকর্ড রান হয়নি। ৪ ওভারে ৫৫ রান দিয়ে দুই উইকেট নেন রিশাদ, সমান ওভারে ৫০ রান দিয়ে দুটি উইকেট নেন তানজিম হাসান সাকিব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS